Search This Blog

Thursday, January 12, 2012

নোকিয়া ফোন আনলক করবেন টাকা ছাড়া

এই লিংকে যেয়ে আপনার নোকিয়া ফোনের IMEI নম্বর দিয়ে এগ্রি তে ক্লিক করে Generate ট্যাবে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার নোকিয়ার মাষ্টার সিকিউরিটি কোড

Tuesday, January 10, 2012

নিজের হাতের লেখা দিয়েই ফন্ট তৈরি করুন

আজ আমি আলোচনা করব কিভাবে ফন্ট  তৈরি করতে হয় । আমরা যারা ডিজাইনের কাজ অথবা মাইক্রোসফট্ অফিস নিয়ে কাজ করি তাদের বিভিন্ন সময় একটু আলাদা বৈশিষ্ট্যের ফন্টের দরকার হয় । এছাড়া আমরা নিজের হাতের লেখা দিয়ে ফন্ট তৈরি করতে পারি

  1. এই লিংক থেকে ফন্ট ক্রিয়েটর ডাউনলোড করুন ও ইন্সটল করুন।
  2. এরপর ফন্ট ক্রিয়েটর স্টার্ট করে এন্টার কোডক্লিক করে সিরিয়াল নাম্বার কপি করে দিলে রেজিস্টেশন হয়ে যাবে।
  3. প্রথমে হাতের লেখা স্ক্যান করে প্রতিটি অক্ষর illustrator দিয়ে কেটে প্রতিটি image jpg আকারে(600*400 pixel) একটি নির্দিষ্ট File এ সেভ করতে হবে অথবা অল প্রোগ্রাম থেকে paint চালু করে অক্ষর একে ‍jpg আকারে সেভ করা যেতে পারে।  
ফাইল থেকে নিউ ‍সিলেক্ট  করে (নিচের সেটিং অনুযায়ি বসিয়ে OK করে দিন)


এবার এক একটি অক্ষর সিলেক্ট করলে নিচের window বের হবে

এবার import image থেকে load image পরে image select করে generate ক্লিক করতে হবে
image লোড হয়ে গেলে ক্রস চিহ্ন ক্লিক করে ২য অক্ষরে ক্লিক করতে হবে
সব image লোড হযে গেলে F5 ক্লিক করে ফন্ট টেস্ট করা যাবে
File থেকে Save ক্লিক করে ফন্ট Save ‍করে রাখতে হবে
সবশেষে মেনুবারের Font মেনু থেকে install করে
ms word গিয়ে font select করে লেখা যেতে পারে
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।


একটি কপি/পেস্ট প্রযোজনা সৌজন্যে টেকটুইটস

Tuesday, January 3, 2012

চমকে দিন আপনার ফেসবুক বন্ধুদের ফেসবুক চ্যাট এ

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।
ফেসবুক চ্যাট এ আপনার বন্ধু দের চমকে দিতে পারেন এক্সট্রা ইমো ব্যাবহার করুন। নিচের ইমেজ গুলো লক্ষ করুন আশা করি বুঝতে পারবেনঃ

সোর্সঃ Famoticon