আজ আপনাদের জন্য একদম পিচ্চি একটা পোস্ট নিয়ে এলাম। আজকের বিষয়টি হল, আপনি একটি পিসিতে বসে কোন সফটওয়্যার ছাড়াই একাধিক ইয়াহু আইডি ওপেন পারবেন
- প্রথমে Start —-> Run —-> regedit লিখে এন্টার করুন।
- তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
- এবার এখানে যান HKEY_CURRENT_USER ——–> Software —>yahoo
- এবার ডার পাশের প্যানেলের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Dword value তে ক্লিক করুন।
- এবার এটিকে রিনেম করে লিখূন Plural
- এবার ok করুন।
- এবার আপনার তৈরি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
- এখান থেকে decimal value দিন 1
- এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে টাস্কবারের ইয়াহুর ট্রাই আইকনে ক্লিক করুন।
- এবার দেখুন আপনি একাধিক ইয়াহু আইডি ওপেন করতে পারছেন।
সবাইকে অনকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ……….
No comments:
Post a Comment