Search This Blog

Wednesday, August 10, 2011

মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার

আজ আপনাদের জন্য একদম পিচ্চি একটা পোস্ট নিয়ে এলাম। আজকের বিষয়টি হল, আপনি একটি পিসিতে বসে কোন সফটওয়্যার ছাড়াই একাধিক ইয়াহু আইডি ওপেন পারবেন



  • প্রথমে Start —-> Run —-> regedit লিখে এন্টার করুন।
  • তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
  • এবার এখানে যান HKEY_CURRENT_USER ——–> Software —>yahoo 
  • এবার ডার পাশের প্যানেলের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Dword value তে ক্লিক করুন।
  • এবার এটিকে রিনেম করে লিখূন Plural
  • এবার ok করুন।
  • এবার আপনার তৈরি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
  • এখান থেকে decimal value দিন 1
  • এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে টাস্কবারের ইয়াহুর ট্রাই আইকনে ক্লিক করুন।
  • এবার দেখুন আপনি একাধিক ইয়াহু আইডি ওপেন করতে পারছেন। icon biggrin মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার icon smile মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার
সবাইকে অনকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ……….

No comments:

Post a Comment