Search This Blog

Wednesday, October 12, 2011

নিজের চেহারা দিয়ে তৈরি করুন এ্যানিমেটেড ছবি! (3D মডেল)


নিজের চেহারা দিয়ে তৈরি করুন এ্যানিমেটেড ছবি! (3D মডেল)

নিজের ছবিকে এ্যানিমেটেড ছবিতে রুপান্তর করলে দেখতে কেমন হবে? কখনো ভেবে দেখেছেন কি? আর যারা গেম তৈরি করতে পারেন পারেন তারাতো নিজের ছবি দিয়েই গেম বানাতে পারবেন। হ্যা নিজের চেহারাকে এ্যানিমেটেড ছবি বা 3D মডেলে রুপান্তর করতে পারেন FaceGen Modeller নামের এই অসাধারন সফটওয়্যার দিয়ে। এ সফটওয়্যার দিয়ে খুব সহজেই 3D ফেস তৈরি করা যায়।

এক নজরে দেখে নিন সুবিধাগুলিঃ

  • ইচ্ছে মতো ছবি দিয়ে ফেস বানানো যায়।
  • ফেস যে কোন বয়সের বানাতে পারবেন।
  • এক ছবি দিয়েই ছেলে বা মেয়ের ফেস বানাতে পারবেন। :P
  • মাউস দিয়ে ক্লিক করে বা ড্রাগ করে ফেসে অনেক রকম ইম্প্রেশন তৈরী করতে পারবেন।
  • Export করতে পারবেন 3D Studio (3DS), Maya ASCII (ma) ইত্যাদি সফটে।
  • আর ছবিকে JPEG, BMP ফরম্যাটে সেভ করতেও পারবেন।
আরও বিস্তারিত জানুন এখানে।

আগে

পরে

দেখুন কিভাবে ছেলে থেকে মেয়ে হচ্ছে। :P
তারপর দেখুন তরুণী থেকে বৃদ্ধা হয়েছে। ;)

যেভাবে তৈরি করবেনঃ

নিচের চিত্রে মতো PhotoFit>Next>Load এ ক্লিক করে ছবি দিন।
তারপরের ধাপে চিত্রের মতো দেখিয়ে দিন।
তারপর Start Now তে ক্লিক করে ১-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর দেখবেন আপনার 3D মডেল তৈরি হয়ে গেছে। :D
আরও বিস্তারিত জানতে এ ভিডিওটি দেখুন।

কিছু সতর্কতাঃ

  • দাঁত দেখা যায় এমন ছবি ব্যবহার করবেন না।
  • চশমাসহ ছবি ব্যবহার করবেন না।
  • মাথায় ক্যাপ বা টুপি পরিহিত ছবি ব্যবহার করবেন না।
  • আরো বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন।
তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন।

ডাউনলোডঃ

FaceGen Modeller 3.4.1 

যেভাবে ফুল ভার্শন করবেনঃ

kg.exe ফাইল ওপেন করুন।
এখানে Site Code নামের একটা ঘর পাবেন। Site Code পাবেন হলো সফটওয়্যারের Help>Registration।
ঐখান থেকে Site Code টা কপি করে Keymaker এর Site Code নামের ঘরে পেস্ট করে Generate বাটনে ক্লিক করুন।
মনে রাখবেন স্পেস গুলা মুছে দিতে হবে।
এরপর সিরিয়াল কী পাবেন যা দিয়ে করে নিন ফুলভার্শন।
আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment