Search This Blog

Thursday, October 13, 2011

প্রথমআলো ব্লগে ব্যবহার উপযোগী ইমোর ভান্ডারঃ ইমোপেডিয়া!!!


প্রথমআলো ব্লগে ব্যবহার উপযোগী ইমোর ভান্ডারঃ ইমোপেডিয়া!!!

 ব্লগে পর্যাপ্ত পরিমান ও মানের ইমোটিকন নাই, এজন্য আমাদেক সবসময়ই থার্ডপার্টির ইমোটিকন ব্যবহার করতে হয়। ব্লগের ইমোটিকনগুলো একেবারে মরা মরা, আবার অন্য যেগুলো ব্যবহার করা হয়, সেগুলি বেশ ছোট। তাই আপনাদের জন্য একটু মাঝারি সাইজের কিছু ইমো নিয়েই মাঝে মাঝে পোষ্ট দিয়েছিলাম। আজ ৩য় কিস্তি, সাথে থাকছে আগের ইমো পোষ্টের লিংক। আগে যারা মিস করেছেন আজ এই পোষ্টেই সব পেয়ে যাবেন। আজকের ইমোগুলি বাংলা ডায়ালগ দেওয়া। যা গুল্লী.কম থেকে নেওয়া। এই সাইটের ইমোগুলি সামুব্লগের ব্যবহারোপযোগী করে কোড দেওয়া আমি এই ব্লগে ব্যবহারের জন্য ব্যবস্থা করে দিলামঃ 

 |ইমোর ১ম ভান্ডার|

|ইমোর ২য় ভান্ডার|

প্রথমে নিয়মগুলি ভালো করে দেখে নিন, অনেকেই ভুল করেন কোডিং এ।যেভাবে পোষ্টে/মন্তব্যে ইমো দিবেন-ধাপগুলি খেয়াল করুন। নিচে প্রতিটা ইমোর আগে নাম দেয়া আছে, যার এক্সটেনসন হলো .gif। প্রথমে পছন্দমত ইমো বেছে নিন, এরপর ইমোর উপর রাইট ক্লিক করুন, যদি মযিলা ব্রাউজার হয় তাহলে Copy image location এ ক্লিক করে ঐ ইমোর লিংক কপি করুন।(নিচের ছবি)


আর ইন্টারনেট এক্সপ্লোরার হলে copy shortcut এ ক্লিক করে ঐ ইমোর লিংক কপি করুন।(নিচের ছবি)


এবার উপরের নিয়মে ইমোর লিংক কপি করে নিচের দেখানো কোডে link of EMO এর জায়গায় পেষ্ট করে পোষ্টে/মন্তব্যে পেষ্ট করুন পুরা কোড। তবে অবশ্যই কোডের সবটেক্সটগুলো একসাথে রাখতে হবে, আমি নিচের কোডের ১ম ও শেষ স্মলার/গ্রেটার দ্যান চিহ্ন একটু সরে দিয়েছি, যাতে কোড কপি করতে পারেন, একসাথে রাখলে কোড দেখা যাবে না।

< img src="link of EMO" width="480" height="400"/ >

অথবা নিচের ইমোগুলোর প্রথমে যে নাম আছে শুধু সেই নামটা কপি করে নিচের মত করে কোডে দিনঃ

< img src="http://gullee.com/smilies/ইমোর নাম দিন এখানে"/ >

এবার সেই বাংলায় ডাবিং ইমো 

bangladesh.gif 


bangladesh1.gif 


bangladesh2.gif 


bangladesh3.gif 





10 


15 



19 



21 


22 


23 


25 



30 


34 


35 


39 


42 


46 


65 


66 


67 


47 


55 

60 


62 


63 


64 

আশা করি সবাই ইমো দিতে পারবেন।

এই বাংলাইমোগুলো www.gullee.com থেকে নেওয়া।

No comments:

Post a Comment